ময়মনসিংহে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত

ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় আজ সকালে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী নিহত হন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে ফায়ার সার্ভিসের সদস্য ও উৎসুক লোকজনের ভিড়। ছবি : এনটিভি
ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু মুকছেদ খান (৪০)। তিনি ব্যবসা করতেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান আবদুর রহমান জানান, সকালে শহরের বাঘমারা এলাকায় ৯৮/আই হোল্ডিংয়ের ‘সোহাগ ভিলা’ নামে নির্মাণাধীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আবদুর রহমান আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ঘরের ভেতর পুড়ে মারা যান মুকছেদ।