রাঙামাটিতে হরতাল চলছে

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স উদ্বোধনকালে তিন পার্বত্য জেলা থেকে চারটি সেনা ব্রিগেড ছাড়া সব সেনাক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে রাঙামাটিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
গত ৮ মে রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ কয়েকটি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দেয়।
হরতালের কারণে রাঙামাটি শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহনই চলাচল করছে না। বন্ধ রয়েছে জেলা শহরের সঙ্গে অন্যান্য উপজেলার নৌ যোগাযোগও।
হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সংগঠনগুলোর কিছু নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খোঁজ মেলেনি।
হরতাল আহ্বানকারী সংগঠনগুলোর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে ব্যাপক চাঁদাবাজি বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার করে পাহাড়ে আরো সেনাক্যাম্প বৃদ্ধির দাবি জানানো হয়।