রামগড়ে মেয়র পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহজাহান (কাজী রিপন)। বর্তমান মেয়র শাহজাহান পেয়েছেন পাঁচ হাজার ২৩৪ ভোট।
শাহজাহানের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্ব প্রদীপ কুমার কার্বারী (বিশ্ব ত্রিপুরা) পেয়েছেন চার হাজার ২৯৩ ভোট। আর বিএনপির প্রার্থী হাফেজ আহম্মদ ভূঁইয়া পেয়েছেন দুই হাজার ৬২০ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষকে ভোট দিতে দেখা গেছে। স্বল্পসংখ্যক জাল ভোটের অভিযোগ থাকলেও পৌরসভার নয়টি কেন্দ্রের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ১৮ হাজার ২৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা হার ৬৭ দশমিক ৪৫।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নয়টি কেন্দ্রের ছয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে চার প্লাটুন র্যাব, এক প্লাটুন বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
রামগড় পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ তিন প্রার্থী, কাউন্সিলর পদে ৪৭ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।