সহিংসতার চক্র ভাঙুন : ইইউ

‘সহিংসতার চক্র’ ভেঙে সাম্প্রতিক হামলাগুলোর নেপথ্যের পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ রোববার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথিশালায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে ইইউ মিশনের প্রধানরা এ আহ্বান জানান। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকের সময় ইইউ মিশনের প্রধানরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে ইইউ মিশনের প্রধানরা বলেন, এ ধরনের হামলা মানবাধিকার, মতপ্রকাশ ও বিশ্বাসের ওপর হুমকিস্বরূপ। তাঁরা মনে করেন, এ ধরনের হামলার কারণে একটি মুক্ত, সহনশীল সমাজ, স্থিতিশীল ও সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি বিনষ্ট হবে।
বিবৃতিতে কূটনীতিকরা সাম্প্রতিক নৃশংস হামলাগুলোর কথা উল্লেখ করে বলেন, ব্লগার, সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা ও বিদেশিসহ নিরীহ মানুষ হত্যার ঘটনা ক্রমবর্ধমান।
কূটনীতিকরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপের অংশীদারত্ব ও সহযোগিতা আরো জোরদারের প্রস্তাব দিয়েছেন।
ইইউ মিশনের প্রধানরা আবারও মনে করিয়ে দেন, যেকোনো ক্ষেত্রে এবং যেকোনো পরিস্থিতিতে ইইউ মৃত্যুদণ্ডের বিরোধী। তাঁদের বিশ্বাস, গণতান্ত্রিক জবাবদিহিতা বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, সহনশীলতা ও নাগরিক সমাজের ক্ষমতায়নের মাধ্যমে জঙ্গিবাদের মোকাবিলা করা সম্ভব।