কমলনগরে দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত

সীমানা সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আজ শুক্রবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, সীমানা সংক্রান্ত বিরোধে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবা এ দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। রাতে নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
আগামী ৪ জুন শেষ দফা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।