রাবি শিক্ষক হত্যায় ‘জেএমবিকর্মীর দায় স্বীকার’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। সে আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত ২-এর বিচারক খালেদ হোসেন খানের খাস কামরায় অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত পুলিশের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। স্বীকারোক্তির পরে আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জানান, জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে সে কী বলেছে সে সম্পর্কে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ কমিশনার।
গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার পর পরই রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ১৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তিনি বাসা থেকে ক্যাম্পাসে যাচ্ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেছেন নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। ওই মামলায় এর আগে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন, অধ্যাপক রেজাউলের গ্রামের বাড়ি বাগমারা দরগামাড়িয়া গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী, ছাত্রশিবির নেতা হাফিজুর রহমান ও ছাত্রশিবির কর্মী খায়রুল ইসলাম।
অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে গত শনিবার বিশ্ববিদ্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল ইসলাম।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় ঘোষণা দেন অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিকে শিগগিরই আদালতে হাজির করা হবে। এ ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় সোমবার বিকেলে মাসকাওয়াত হাসান সাকিব নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজির করা হয়।