প্রমোদ মানকিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও চোখের পানি ফেলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ বাড়িতে সমাহিত করা হয়।
এর আগে সকাল ৯টায় প্রমোদ মানকিনের মরদেহ বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসেন দুর্গাপুরের সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিএনপির সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, ভাইস চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
দুপুর ১২টার সময় বিড়ইডাকুনী গির্জায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার এবং গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামান প্রতিমন্ত্রীর কফিনে ফুল দিয়ে বিউগলের সুরে সুরে গার্ড অব অনার দেন। পরে গির্জায় প্রার্থনা শেষে বিকেল সাড়ে ৩টার সময় প্রতিমন্ত্রীকে তাঁর নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়। তবে ভারী বৃষ্টির কারণে প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত অনুষ্ঠানাদি পালনে বিলম্ব ও বিঘ্নিত হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহ শহরের ভাটিকাসর ক্যাথলিক চার্চে প্রমোদ মানকিনের মরদেহ আনা হয়। সেখানে বিশপ পনেন পলকুবির নেতৃত্বে প্রার্থনা ও স্মরণসভা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।
স্মরণসভা শেষে মধ্যরাতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মরদেহ হালুয়াঘাটে নেওয়া হয়।
গত বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রমোদ মানকিন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন তিনি।