খাগড়াছড়িতে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙা থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক জাহিদ সালাম।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন টিটু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর এলাকায় ভুয়া ড্রেনেজ প্রকল্প দেখিয়ে মেয়র আবু ইউছুফ চৌধুরী, কার্য-সহকারী আনোয়ার হোসেন এবং সচিব অনিল চন্দ্র ত্রিপুরা সর্বমোট তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি দীর্ঘদিন তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেয়ে দুদক কর্মকর্তা আজ এই মামলা করেছেন।