দক্ষিণ-পশ্চিমে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটি আজ রোববার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড়ে সড়ক ভবনে সংবাদ সম্মেলন করে। ছবি : এনটিভি
দুই দফা দাবিতে আগামী ১৫ মে ভোর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব পথে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটি।
আজ রোববার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড়ে সড়ক ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা।
ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটির আহ্বায়ক আলী আকবর বলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদ নিহত হন। এ ঘটনায় ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে যা সরকারের ক্ষতিপূরণ আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া গ্রিনলাইন পরিবহনের একটি দুর্ঘটনায়ও বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তিনি বলেন, মামলা দুটি প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।