ঝিকরগাছায় ১১টির মধ্যে সাতটিই আ. লীগের

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে সাতটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। একটিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ও একটিতে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন গঙ্গানন্দপুর ইউপিতে মো. বদর উদ্দীন (আওয়ামী লীগের বিদ্রোহী-স্বতন্ত্র), মাগুরা ইউপিতে আওয়ামী লীগের মো. আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউপিতে শফিউদ্দীন আহমেদ (আওয়ামী লীগের বিদ্রোহী-স্বতন্ত্র), গদখালী ইউপিতে বিএনপির মো. মিজানুর রহমান, পানিসারা ইউপিতে আওয়ামী লীগের মো. নওশের আলী, ঝিকরগাছা ইউপিতে আওয়ামী লীগের আমির হোসেন, নাভারণ ইউপিতে আওয়ামী লীগের মো. শাহাজাহান আলী, নির্বাসখোলা ইউপিতে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম, হাজিরবাগ ইউপিতে আওয়ামী লীগের মো. আতাউর রহমান, শংকরপুর ইউপিতে জামায়াতে ইসলামী-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. নিছার উদ্দীন ও বাঁকড়া ইউপিতে আওয়ামী লীগের মো. নিছার।