ফরিদপুরে ‘বিশ্ব ফাতেহা শরিফ’ অনুষ্ঠিত

ফরিদপুরে খাজা বাবা ফরিদপুরী কেবলাজানের ‘বিশ্ব ফাতেহা শরিফ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে এ অনুষ্ঠান শেষ হয়।
২০০১ সালের ১ মে দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খাজা বাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। এ দিনটির স্মরণে দুই দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরিফ শুরু হয় গতকাল শনিবার থেকে। আজ বাদ ফজর বিশেষ মোনাজাতের মাধ্যমে ফাতেহা শরিফ শেষ হয়।
ফাতেহা শরিফ উপলক্ষে শান্তিকামী বহু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন। রাতভর তিলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল, হামদ, নাতে রাসূল (সা.), নামাজ, মোনাজাত ও ধ্যান হয়।
খাজা বাবা ফরিদপুরী কেবলাজানের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী অনুষ্ঠান পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান করেন।