করিমগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে নোয়াবাদ ইউনিয়নে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ দুপুরে অপহৃত স্কুলছাত্রীর বাবা জয়কা ইউনিয়নের বানকাটা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রিপনসহ (২৫) পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাকি আসামিরা হচ্ছে দয়াল, হলুদ, সুলতান ও মোস্তাকিন। এর মধ্যে মোস্তাকিনকে আটক করেছে পুলিশ। তিনি রিপনের ভগ্নিপতি।
মেয়েটির বাবা জানান, দুই মাইল দূরের জয়কা ইউনিয়নের রিপন স্কুলে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিত। সপ্তাহ খানেক আগে সে বিষয়টি তাঁকে জানায়। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ব্যাপারে অবহিত করেন। পরে প্রধান শিক্ষক রিপনকে বিদ্যালয়ে ডেকে এনে সতর্ক করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি মেয়েটির বাবার কাছে ঘটনাটি শুনে রিপনকে ডেকে এনে মৌখিকভাবে শাসন করি ও ভবিষ্যতের জন্য সতর্ক করে দেই। আজ সকালে অপহরণের বিষয়টি শোনার পর পরই পুলিশকে অবহিত করি।’
স্কুলছাত্রীর খালু জানান, রিপন বখাটে ও উচ্ছৃঙ্খল স্বভাবের ছেলে। সে স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েদের নিয়মিত উত্ত্যক্ত করত। রিপনকে বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে মোস্তাকিনকে বানকাটা গ্রাম থেকে আটক করেছে। স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।