নালা সংস্কার নিয়ে সংঘর্ষে নিহত ১

বসতবাড়ির পানিনিষ্কাশনের নালা সংস্কার করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বাড়িঘর।
আজ শনিবার দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর (আখড়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
নিহত সোলায়মান আলী (৭১) আখড়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নালা সংস্কার নিয়ে সোলায়মান আলীর সঙ্গে প্রতিবেশীর কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো কোদালের আঘাতে সোলায়মান আলী গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মারা যান।
এ খবর এলাকায় পৌঁছানোর পর বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষের বসতভিটায় অগ্নিসংযোগ করে। এরপর আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন পাঁচজন আহত হয়। আহতরা হলেন উপজেলার জগডম্বুল গ্রামের মৃত হজরত আলীর ছেলে আবদুর রাজ্জাক (৫৫), আকলাপাড়া গ্রামের জাফর আলীর ছেলে মেহেদুল ইসলাম (১৬), একই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম (৫১), আখড়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইয়াকুব আলী (৩৯) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান (৫৩)।
আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুব আলীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনার দুজনকে আটক করা হয়েছে।