ফরিদপুরে ৪ ইউপির নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর।
সংবাদ সম্মেলন থেকে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে শাহ মো. আবু জাফর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপির প্রার্থীসহ নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। পুলিশ দিয়ে নেতা-কর্মী, সমর্থকদের হয়রানি করা হচ্ছে। আর এ কারণেই তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে মধুখালী উপজেলার বাগাট, কামারখালী, জাহাপুর এবং রায়পুর ইউনিয়নের নির্বাচনের পরিবেশ তৈরি করে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।