ফরিদপুরে একই মঞ্চে দুই বাংলার নাটক

ফরিদপুরে নাট্যমেলা-২০১৬ তে পরিবেশিত নাটকের একটি দৃশ্য। ছবি : এনটিভি
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নাট্যজনদের অংশ গ্রহণে ফরিদপুরে হয়ে গেল নাট্যমেলা-২০১৬।
ফরিদপুরের অগ্রজ নাট্য সংগঠন ‘বাংলা থিয়েটার’ এই নাট্যমেলার আয়োজনে গতকাল শুক্রবার জেলার কবি জসীমউদদীন হল মঞ্চে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে দুটি নাটক মঞ্চস্থ হয়।
সন্ধ্যায় বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা পরিবেশন করেন ম. নিজাম রচিত ও নির্দেশিত নাটক ‘কৃষ্টি’। নাটকটিতে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র তুলে ধরা হয়।
এরপর কলকাতা থেকে আসা নাট্যদল ‘এসো নাটক শিখি’র কর্মীরা পরিবেশন করেন ডা. তাপস দাস রচিত ও নির্দেশিত নাটক ‘দলছুট’।
কয়েকশ দর্শক ও নাট্যপ্রেমী মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই বাংলার শিল্পীদের অভিনীত নাটক দুটি উপভোগ করেন।