ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

পুরোনো ছবি
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে ভৈরব পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
এরই মধ্যে কিশোরগঞ্জ স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধু এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
কিশোরগঞ্জ স্টেশনের মাস্টার জহিরুল ইসলাম জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে উদ্ধার করা না গেলে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার করবে।