সাবেক স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেয়েজামাইয়ের বিরুদ্ধে।
শহরের আব্বাস আলী সড়কের একটি বাসায় শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই নাজমুল হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাত বছর আগে নাজমুল হকের সঙ্গে মহিমা আক্তার স্বপ্নার (২৫) বিয়ে হয়। বিয়ের পরে নাজমুলের আর্থিক সহযোগিতায় স্বপ্না ও শ্যালিকা পলি ‘স্বপ্না বিউটি পার্লার’ নামে একটি পার্লার পরিচালনা করছিলেন। একপর্যায়ে স্বামী নাজমুলের সঙ্গে স্ত্রীর বিরোধ হয়। স্বপ্না ও নাজমুলের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
বৃহস্পতিবার রাতে নাজমুল তার ছেলেকে নিয়ে যেতে ও তার বিউটি পার্লার গড়তে দেওয়া টাকা ফেরত চায়। এ নিয়ে শ্বশুর মহিন উদ্দিন বাবর (৫৪), শাশুড়ি আঙ্গুর নেছারের (৪৪) সঙ্গে মেয়ের জামাই নাজমুল হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বশুর, শাশুড়ি, স্ত্রী স্বপ্না ও শ্যালিকা সাফুরা আক্তার পলিকে (২২) জখম করে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের পেট, হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে জামাই নাজমুল ঘটনাটি ঘটিয়েছে। নাজমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।