স্কুলশিক্ষিকা মৌ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে স্কুলশিক্ষিকা আতিয়া জাহান মৌকে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে মৌয়ের পরিবারের সদস্য ও সহকর্মীসহ স্থানীয় লোকজন মুখে কালো কাপড় বেঁধে অংশ নেয়।
মানববন্ধনে নিহতের মা রওশন আরা কবিতা, ভাই কামরুল হাসান অনিক, বোন আফরিন আরা সামিরাসহ কয়েকজন বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ ছাড়া বর্তমানে আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন আতিয়া জাহান মৌ (২৪)। গত বছরের ৬ নভেম্বর রাতে দুর্বৃত্তরা কিশোরগঞ্জের বত্রিশ এলাকার বাসায় একা পেয়ে পাষবিকভাবে ধর্ষণ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা রওশন আরা কবিতা বাদী হয়ে গোপদীঘি গ্রামের যুবক ইউসুফ হায়দার রিফাত, বত্রিশ এলাকার টিটু, রাজিবসহ কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।
আসামিদের মধ্যে রিফাত (৩০) গ্রেপ্তার হলেও বাকিদের এখনো পুলিশ ধরতে পারেনি। তদন্ত কার্যক্রম ও আসামি গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের বিরুদ্ধে বাদী পক্ষের গড়িমসির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শহীদুল ইসলাম খান বলেন, ‘হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’