ফরিদপুরে প্রতারণার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা

চিকিৎসাধীন গুরুতর আহত রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে ওষুধের অতিরিক্ত দাম রাখায় এক ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলীর আদালত এ জরিমানা করেন।
ওই ফার্মেসি মালিকের নাম সিফাত আহমেদ রিমন (৩০)। তাঁর ফার্মেসির নাম মেডিসিন স্টোর।
ভ্রাম্যমাণ আদালত ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকুল ও সুমন নামের দুজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই সময় আহত দুজনের স্বজনরা না থাকায় উদ্ধারকারীরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় এক হাজার ৫০০ টাকার ওষুধ হাসপাতালের সামনে মেডিসিন স্টোর থেকে বাকিতে নেন। এদিকে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করে।
পরে রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে ঢাকা নেওয়ার প্রস্তুতি নেন ও ওষুধের বাকি টাকা পরিশোধের জন্য যান। এ সময় ফার্মেসি মালিক সিফাত আহমেদ ওষুধের দাম ১৩ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হলে সিফাত ও তাঁর লোকজন গুরুতর অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স আটকে রাখেন। ২ ঘণ্টা আটকে থাকার পর অতিরিক্ত টাকা পরিশোধ করে রোগীর স্বজনরা সেখান থেকে মুক্তি পান।
এ বিষয়ে অভিযোগ করা হলে বুধবার ভ্রাম্যমাণ আদালত ফার্মেসিতে অভিযান চালায়। রোগীর স্বজনদের ভাষ্যের ভিত্তিতে আদালত অভিযোগের সত্যতা পেয়ে অর্থ জরিমানা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের মামুন শিবলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে।