কিশোরগঞ্জে ২০টি করাতকলকে জরিমানা

কিশোরগঞ্জে ২০টি করাতকলকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকা ও সরকারি নীতিমালা না মানার দায়ে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের শোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।
র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী হাকিম তরফদার আক্তার জামিল।
তরফদার আক্তার জামিল জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ ভঙ্গের অপরাধে কিশোরগঞ্জে সতর্কীকরণ হিসেবে প্রথমবারের মতো এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরে অভিযান ও জরিমানার পরিধি বাড়ানো হবে।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৭টি করাতকলের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা করে এবং তিনটির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ঈদগাহ রোডের মেসার্স আবু বক্কর স মিল, আলামিন স মিল ও হাসেন স মিল এবং চর শোলাকিয়া এলাকার নূরানী স মিল, মেসার্স সুন্দরবন স মিল, আহাদ-১ স মিল, আহাদ-২ স মিল, মোস্তফা স মিল, শাহ সুলতান স মিল, শাহ সুলতান-২ স মিল, শামসুদ্দিন স মিল, নিজাম স মিল, মারুফ বিল্লাহ স মিল, সিদ্দিক স মিল, আলমগীর স মিল, সুরুজ মিয়া স মিল ও গোলাপ মিয়া স মিলের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ঈদগাহ রোডের শাহ পরাণ স মিল ও মেসার্স আজাদ স মিল এবং চর শোলাকিয়া এলাকার হাসেন-২ স মিলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।