ফরিদপুরে আ. লীগ প্রার্থীর ভাই খুন, গ্রেপ্তার ১৩

ফরিদপুরের মধুখালীর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন বলেন, আতিয়ার রহমান (৫৫) হত্যার ঘটনায় রোববার রাতে মামলা হয়েছে। নিহতের চাচা শাহাদাত হোসেন লাল বাদী হয়ে ১০২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী শাহাদাত হোসেন লাল বাঘাট বাজার কমিটি সাধারণ সম্পাদক। তিনি নিজেও হামলার শিকার হন। তাঁকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার (ওসি তদন্ত) গোলাম নবী বলেন, ‘হত্যাকাণ্ডের পর এখন পর্যন্তু আমরা ১৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছি। গ্রেপ্তারকৃতদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতের কাছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’
চতুর্থ দফা নির্বাচনে প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী রহিম সরদারের সমর্থকরা বাঘাট বাজারে হামলা চালায়। এ ঘটনায় বাঘাট ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই আতিয়ার রহমান নিহত হন। আহত হন আরো আটজন।