নৌকার জয়ে কৃষক লীগ নেতার শোক, বিদ্যালয় বন্ধ!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হওয়ার শোকে কৃষক লীগের এক নেতা তাঁর স্কুল বন্ধ রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে এসে জানতে পারেন বন্ধের ঘোষণা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঘোষপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন এস এস ফারুক হোসেন। নির্বাচনের আগে মনোনয়ন প্রক্রিয়া সঠিক হয়নি জানিয়ে আওয়ামী লীগ নেতা মো. চাঁদ মিয়াকে স্বতন্ত্র প্রার্থী করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আহমেদ। আলাউদ্দিন আহমেদ গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
শনিবারের ইউপি নির্বাচনে চাঁদ মিয়া নৌকার প্রার্থী ফারুক হোসেনের কাছে হেরে যান। এতে ভীষণ হতাশ হন আলাউদ্দিন আহমেদ। এই শোকে আজ রোববার গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেন তিনি। গতকাল হঠাৎ স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে এসে বিস্ময় প্রকাশ করেন।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, পরাজয়ের গ্লানি ঢাকতে স্কুল বন্ধ করে দেওয়া হয়।
ঘোষপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ফারুক হোসেন বলেন, ইউনিয়ন নির্বাচনে ঘোষপুরে নৌকা বিজয়ী হওয়ার কারণে নির্বাচনের দিন রাতেই স্কুলের সভাপতি আলাউদ্দিন আহমেদ সবাইকে ডেকে স্কুলে বসে মিটিংয়ে বলেন, ‘আমরা নির্বাচনে নৌকার কাছে হেরে গেছি। তাই আগামীকাল রোববার স্কুল বন্ধ থাকবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে আলাউদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাঁকে পাওয়া যায়নি।
গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে একদিন স্কুল ছুটি দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ বলেন, নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে সুবিধামতো সময়ে একদিন ছুটি ভোগ করতে পারে শিক্ষার্থীরা।