খাগড়াছড়ির বাইল্যাছড়িতে ট্রাকের চাপায় নিহত ২

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় রড বোঝাই ট্রাকের চাপায় একটি মোটরসাকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র ট ১১-২১১৪) বাইল্যাছড়ি পৌর টোল কেন্দ্র এলাকায় বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা হলেন জয়ন্তী ত্রিপুরা (২২) ও সুকেন্দ্র ত্রিপুরা (৪৫)।
জয়ন্তী ত্রিপুরা বাবার নাম অনিল চন্দ্র ত্রিপুরা। আর সুকেন্দ্র ত্রিপুরার বাবার নাম বিদ্যাপূর্ণ ত্রিপুরা। তাঁদের উভয়ের গ্রামের বাড়ি গুইমারা উপজেলার পুনকি চন্দ্র কার্বারীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী কয়েক জন জানায়, দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে টোলকেন্দ্রে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। টোল দিতে নামার কারণে অল্পের জন্য বেঁচে যান পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু বলেন, ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে মাটিরাঙা উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান ও জোন কমান্ডার জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।