খাগড়াছড়িতে নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা, আহত

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের দেবেন্দ্র কার্বারীপাড়া এলাকায় ফলাফল ঘোষণা করে ফেরার পথে আজ শনিবার সন্ধ্যায় ৪ মাইল এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কৃত্তিকা ত্রিপুরা বলেন, ‘ফেরার পথে একদল অজ্ঞাত দুর্বৃত্ত আমাদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং এজেন্টকে বেদম মারধর করা হয়। আহতরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম ও মো. আবদুস সাত্তার এবং পোলিং এজেন্ট মো. নাছির উদ্দিন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে পাহাড় থেকে ফেলে দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।