ভৈরবে কৃষকদের মাঝে সার ও ধানবীজ বিতরণ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কৃষকদের মাঝে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ কৃষকদের হাতে সার ও ধানবীজ তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রধানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভৈরব কৃষি বিভাগ জানায়, আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪৫ জন কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি করে ডিএপি সার, ১৫ কেজি আউশ ধানবীজ এবং ৪০০ টাকা করে দেওয়া হয়।
এ উপলক্ষে ভৈরব উপজেলা কৃষি সেন্টারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপপরিচালক মো. শফিকুল ইসলাম, ইউএনও দিলরুবা আহমেদ, কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রধান প্রমুখ।
বক্তারা কৃষকদের উদ্দেশে বলেন, আমন এবং বোরো ধান আবাদে উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকদের খুব একটা লাভ হয় না। কোথাও কোথাও লোকসানও গুণতে হয়। এর অন্যতম কারণ, আমন ও বোরো ধান আবাদে সেচের জন্য একটা উল্লেখ্যযোগ্য খরচ করতে হয়। অপরদিকে আউশ আবাদে সেচ খরচ তো হয়ই না, অনেক ক্ষেত্রে ননইউরিয়া সারেরও প্রয়োজন পড়ে না। ফলে উৎপাদন খরচ অনেক কম হয়। এতে কৃষকরা লাভবান হন। তাই তাঁরা কৃষকদের বেশি বেশি করে আউশ ধান আবাদের আহ্বান জানান।