ফরিদপুরের শ্রী অঙ্গন গণহত্যার ৪৫তম বার্ষিকী আজ

ফরিদপুরে শ্রী অঙ্গন গণহত্যার ৪৫তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ফরিদপুর শহরে প্রবেশ করে প্রথমে হামলা চালায় শ্রী অঙ্গনে। সেখানে কীর্তনরত আট নিরীহ সাধুকে গুলি করে হত্যা করে তারা।
ইতিহাস ঘেঁটে জানা যায়, যশোর থেকে হানাদার বাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে ২১ এপ্রিল সন্ধ্যায়। প্রথমেই তারা শহরের প্রবেশমুখে শ্রীধাম শ্রী অঙ্গনে ঢুকে পড়ে। সেখানে বিশ্বশান্তি কামনায় কীর্তনরত সাধুদের ওপর ব্রাশফায়ার করে পাকিস্তানি সেনারা। তাদের পথ দেখায় এ দেশীয় দোসর আলবদর বাহিনী।
শ্রী অঙ্গনের এই গণহত্যা ফরিদপুরের ইতিহাসে প্রথম বড় হত্যাযজ্ঞ। এর দুঃসহ স্মৃতি বহন করে চলেছে এ অঞ্চলের এই ঐতিহাসিক তীর্থস্থানটি।
দিবসটি পালন উপলক্ষে সকালে পূজা-অর্চনা, দুপুরে শহীদ আট সাধুর স্মরণে আটটি ভোগ প্রদান করা হবে। এ ছাড়া বিকেলে শ্রী অঙ্গন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।