বোয়ালমারীতে ছয়টি নৌকা প্রতীকে অগ্নিসংযোগ!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রতীক ছয়টি নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৮ নম্বর ওয়ার্ড চাপলডাঙ্গায় পাঁচটি ও ৭ নম্বর ওয়ার্ড ধোপাপাড়ায় রাস্তার ওপর টানানো একটি নৌকা কে বা কারা পুড়িয়ে দেয়।
এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নির্বাচনী পরিবেশ নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছেন।
এ ব্যাপারে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের ভাতিজা মামুন বুধবার প্রার্থীর ছোট ভাই বিপ্লবসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নৌকা প্রতীকে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘তারা (নৌকার প্রার্থী) নিজেরা নৌকায় আগুন দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে।’