ভৈরবে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সফলভাবে সেলাই প্রশিক্ষণ শেষ করা ৩০ নারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) দিলরুবা আহমেদ। এ সময় তিনি নারীদের আরো বেশি কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভৈরব উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সাবাহ বাংলাদেশের সমন্বয়কারী (ট্রেনিং ও মেম্বারশিপ) ফারজানা পারভীন, সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম. মতিউর রহমান সাগর প্রমুখ।
‘সাদ বাংলাদেশ’ এবং ‘সাবাহ বাংলাদেশ’ নামের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজন এবং সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের (এসডিএফ) আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়।
ভৈরব পৌর শহরের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩০ জন অসহায় নারীকে এ প্রশিক্ষণের মাধ্যমে ডিজাইন, কাটা, সেলাই বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তা এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।