বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শামা ওবায়েদকে শুভেচ্ছা

বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম নেতা কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গত শনিবার বিকেলে শামা ওবায়েদের বাসভবনে নগরকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল এম সুমন। এ সময় অপর উপজেলা সালথা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ সময় বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথাসহ বৃহত্তর ফরিদপুর তথা সারা দেশে বিএনপিকে সুসংঠিত করার জন্য কাজ করে যাব।’