জ্বালানি তেলে ভেজাল দিলে পাম্পের লাইসেন্স বাতিল

অনেক পেট্রলপাম্প মালিক জ্বালানি তেলে ভেজাল করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এসব পাম্পের লাইসেন্স বাতিল করা হবে।
আজ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে তিন হাজার ৫৬৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এ কয়লার ৩৫ ভাগ উত্তোলনযোগ্য হলে তা ২৮ টিসিএফ গ্যাসের সমতুল্য হবে।’
নসরুল হামিদ বলেন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং ফিল্ডে যে পাথর বা গ্রানাইট পাওয়া যায় তা খুবই উন্নতমানের।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার, প্রকৌশলী ড. বিপ্লব কুমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. নিহাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।