মায়ের সঙ্গে আলাপ জমিয়ে নবজাতক চুরি

ফরিদপুর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে এ চুরির ঘটনা ঘটে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস জানান, সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল শেখের স্ত্রী পারভীন বেগম গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রসব বেদনা নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। দুপুর ১২টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন পারভীন।
আজ বুধবার সকালে পারভীনের সঙ্গে তাঁর মা আলেকজান বেগম ছিলেন। সকালে ওষুধ আনার জন্য আলেকজান বেগম বাইরে যায়। এ সময় অজ্ঞাত পরিচয় এক নারী ওয়ার্ডে পারভীনের সঙ্গে আলাপ জমিয়ে একপর্যায়ে কৌশলে শিশুটিকে নিয়ে চলে যায়। পরে ঘটনাটি জানাজানি হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।