নারায়ণগঞ্জে ২০ মণ জাটকা জব্দ

আজ ভোরে বুড়িগঙ্গা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করে নারায়ণগঞ্জ কোস্টগার্ড। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার ভোরে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে দুলারচর-১ ও আঁচল-২ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে কয়েকটি ঝুড়িতে ২০ মণ শিকার নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। তবে জাটকাগুলো কে বা কারা নিয়ে আসছিল, তা জানা যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম জানান, সকাল ৯টার দিকে পাগলা কোস্টগার্ড স্টেশনে গিয়ে জাটকাগুলো বুঝে নেওয়া হয়েছে। এর পর তা মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।