ফরিদপুরে বজ্রপাতে আরেকজনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শ্যামল কুমার মণ্ডল (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, বজ্রপাতে শ্যামল কুমার মণ্ডলের মৃত্যু হয়। তিনি পেশায় কাঠমিস্ত্রি। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরেই বজ্রপাতে নিহত হন তিনি।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জাভের মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (১৬)। হাসান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। নিজ বাড়ির পাশে মাঠ থেকে গরু নিয়ে ফিরে আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।