কিশোরগঞ্জে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফারুক মিয়া (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত এবং নিকলী উপজেলায় তিন স্কুলছাত্রী আহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফারুক। সে স্থানীয় সুতারপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার হেফজ শ্রেণিতে পড়ত।
সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে নিকলীতে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়েছে দুই বোনসহ তিন ছাত্রী। আহতরা হচ্ছে দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আহাদ মিয়ার দুই মেয়ে দশম শ্রেণির ছাত্রী নাভানা আক্তার হ্যাপি ও তার বোন একই শ্রেণির ছাত্রী শামীমা আক্তার পলি এবং একই গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী তুর্কি আক্তার। আহতরা সবাই আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এর আগে গতকাল রোববার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে ঘাগড়া মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরেক ছাত্র।