তৃতীয় ধাপে ইউপি নির্বাচন
খাগড়াছড়িতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ছবি : এনটিভি
খাগড়াছড়ি সদর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ রোববার সকাল থেকে সদর উপজেলার প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলার আট উপজেলার ৩৩টি ইউনিয়নে নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। প্রশাসনিক জটিলতার কারণে নতুন উপজেলা গুইমারার তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।
এরই মধ্যে খাগড়াছড়ির প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দিলেও বিএনপি ২৮টিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পেরেছে। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিলে প্রতিপক্ষের বাধা দানসহ নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে।