জয়পুরহাটের পাঁচ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু মুক্তিযোদ্ধাদের মধ্যে সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ করেন। ছবি : এনটিভি
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচটি উপজেলায় পৃথকভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর উদ্দিন আল ফারুকের সভাপতিত্বে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব ও জয়পুরহাটের ভাষাসৈনিক মীর শহীদ মণ্ডল।