চুয়াডাঙ্গায় আ.লীগ প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মারুফুল আলম জানান, নির্বাচনী আচরণবিধির ১১(২) ধারায় মিছিল করা ও স্লোগান দেওয়া নিষেধ থাকলেও শুক্রবার রাতে আক্তাউর রহমানের নৌকা প্রতীকের পক্ষে তা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ওই প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ আলোকদিয়াসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।