ফুলপুরে ভোট স্থগিত, গুলিবিদ্ধসহ আহত ১৪

ময়মনসিংহের ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট স্থগিত হয়ে গেছে। কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গুলিবিদ্ধসহ ১৮ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রামভদ্রপুর ইউনিয়নের জয়নুদ্দিন (৫৩), মোজাম্মেল (৪০), বাচ্চু (৪৫) ও সোবহান (৫০)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রামভদ্রপুর ইউনিয়নের খরিয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ছয়টি গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে আহত হন কমপক্ষে ১০ জন। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন জয়েন উদ্দিন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় পয়ারী ইউনিয়নের ইমাদপুর কেন্দ্রের বাইরে সংঘর্ষে আহত হন মোজাম্মেল (৪০), বাচ্চু (৪৫) ও সোবহান (৫০)।
এদিকে সিংহেশ্বর ইউনিয়নের গনুয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও দুপুরের দিকে সদস্য পদপ্রার্থীদের চারটি ব্যালট পেপারের বই কম পড়ায় বিকেলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থানীয় সূত্র ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল হামিদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।