টুঙ্গিপাড়ায় জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : এনটিভি
জাল ভোট দেওয়া নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানায়, আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুয়াধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বাসুদেব মন্ডল (ফুটবল প্রতীক) ও সঞ্চয় পাটোয়ারীর (মোরগ প্রতীক) সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি ফাঁকা গুলি করে।
এদিকে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর পাটগাতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুড়ি গ্রামে বিজয়ী সদস্য অরবিন্দু চৌধুরী ও পরাজিত সদস্য প্রার্থী সুবল বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিজয়ী প্রার্থী অরবিন্দুসহ ১০ জন আহত হয়।