সিরাজদিখানে বিএনপির প্রার্থীর ওপর হামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল খালেক সিকদারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন চোকদারের কর্মী-সমর্থকরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ বিএনপির এই প্রার্থীর।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, আবদুল খালেক সিকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি কিছুটা আহত হয়েছেন, তাঁর নাক দিয়ে রক্ত পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন।
পুলিশ সুপার আরো জানান, বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে দুই পক্ষের হাতাহাতির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা লাঠিপেটা করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম জানান, দুপুর ১২টার দিকে বালুরচর ইউনিয়নের খাসমহল ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ বাধে। তখন পুলিশ কয়েকটি শটগানের গুলি ছোড়ে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এঁদের মধ্যে কনস্টেবল মেহেদির অবস্থা আশঙ্কাজনক।