একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে : তোফায়েল

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংলাপও নাকচ করে দেন।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম এ সদস্য।
সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এ নীতি নির্ধারক বলেন, ‘আমার ধারণা যে, অন্য যাঁরা আছেন তাঁরা তাঁদের ভুল উপলব্ধি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একটা পার্টিসিপল (পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক) ইলেকশন হবে। এখন তাঁরা সংলাপের কথা বলছেন। কিন্তু সংলাপ তো সন্ত্রাসীর সঙ্গে কেউ করে না। সংলাপ তো নাশকতাকারীদের সঙ্গে করে না। সংলাপ তো জঙ্গি উত্থানকারীদের সঙ্গে কেউ করে না।’
রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েকটি দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল-অবরোধের ঘোষণা দিলেও তাতে জনগণের সাড়া নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
‘প্রাণরসায়ন, শিল্প ও টেকসই অর্থনীতি’ বিষয়ক আলোচনায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, এ ধরনের শিল্পে ব্যাংকগুলো সহজ শর্ত ও স্বল্প সুদের ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবে। রাজনীতিবিদরা জনগণের কল্যাণের কথা বিবেচনা করে কাজ করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।