আলোকিত দেশ গড়তে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চিকিৎসাসেবা মানুষের দোরদোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি আলোকিত বাংলাদেশ গড়তে সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ সবসময় যেন আলোকিত ভবিষ্যৎ দেখতে পায় সে লক্ষ্যে কাজ করে যেতে চক্ষু চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
জনগণের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবকাঠামো ও জনবল দুটোই সমান দরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দুটি বিষয়েই গুরুত্ব দিয়ে কাজ করছে।
নিজের বক্তব্যে শেখ হাসিনা বলেন, গত সাত বছরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৪টি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। তাঁর সরকারের উদ্যোগের ফলে দেশে সরকারি হাসপতালের শয্যাসংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজারে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ১২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জনসংখ্যার ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ স্থাপনের চিন্তা সরকারের রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।