চুরি যাওয়া টাকা ফেরত আনা সম্ভব হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি যাওয়ার ঘটনাটি প্রধানমন্ত্রী তদারকি করছেন। এ টাকা ফেরত আনা সম্ভব হবে।’
আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘এই ঘটনা দেশে বাণিজ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না। বিষয়টি সরকারের বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করছে।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থের কিছু অংশ চুরি হয়ে যাওয়ার ঘটনা বর্তমান সরকারের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থের কিছু অংশ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চলতি মাসেই ঘটনাটি প্রকাশিত হয়।