এমপি নিক্সনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ

আগামী ২০ মার্চ ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান চৌধুরী নিক্সনের কর্মীরা বিভিন্নভাবে বিএনপি দলীয় প্রার্থীর ওপর চড়াও হওয়াসহ তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভাঙ্গা পৌর শহরের খন্দকার টাওয়ারে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, তাদের দলীয় প্রার্থীর পক্ষে কর্মীরা ভোট চাইতে গেলে স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের লোকজন বাধা দিচ্ছে এবং ভয়-ভীতি দেখাচ্ছে। এর মধ্যে এমপি মনোনীত প্রার্থী জাফর মুন্সির লোকজন সবচেয়ে বেশি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লাসহ দলীয় বিভিন্নস্তরের নেতাকর্মীরা।