যাত্রীবাহী লঞ্চে আড়াই হাজার কেজি জাটকা, দুজন আটক

মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ করা জাটকা ও আটক দুই ব্যক্তি। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে গজারিয়া কোস্টগার্ড এমভি প্রিন্স অ্যান্ড রাসেল প্লাস নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সহকারী লঞ্চ মাস্টার মো. খবির ও লঞ্চ সুপারভাইজার মিজানুর রহমান।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার মোহনায় লঞ্চের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৩০টি বড় ড্রামে আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরে জাটকাগুলো মুন্সীগঞ্জের গজারিয়া ও সদরের বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান ইব্রাহিম।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।