খাগড়াছড়িতে অটোরিকশাচালকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়িতে কর্মবিরতি পালন করছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এ কর্মবিরতি পালন শুরু করে তারা।
ওই কর্মবিরতির ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ৩২ জন অটোরিকশাচালকের বিরুদ্ধে মামলা করেন খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। গত ১ মার্চ ওই ৩২ জন আদালত থেকে সমন পায়। পরে গত ৬ মার্চ তারা চট্টগ্রামে আদালতে হাজির হয়। ওই সময় আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। এর প্রতিবাদে আজ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান অটোরিকশা মালিক-চালক সমবায় সমিতির নেতারা।
স্থানীয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়িতে লাইসেন্সবিহীন বিদ্যুৎচালিত অটোরিকশার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক অটোরিকশাচালক আবাসিক বিদ্যুৎ সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এ জন্য তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।