দোয়া মাহফিলে শামসুজ্জামান দুদু
জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ

নয়াপল্টনে তারেক রহমানের কারাবন্দি দিবসে কথা বলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ছবি : এনটিভি
জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে দুদু এ মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে বিএনপি নেতা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপির প্রার্থী এবং নেতাকর্মীদের ওপর হামলা-মামলা চলছে বলে আবারও অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
জরুরি অবস্থার সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন ওই সময়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা তারেক রহমান।