বিচারপতিরাও পাবেন বৈশাখী উৎসব ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অধঃস্তন আদালতের বিচারকদের মতো উচ্চ আদালতের বিচারপতিরাও বৈশাখী উৎসব ভাতা পাবেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই নিয়মিত বৈঠকে আইন মন্ত্রণালয় বৈশাখী উৎসব ভাতা অন্তর্ভুক্ত করে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস)(অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৬ নামে এই প্রস্তাব উপস্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এর আগে সর্বজনীন ভাতা হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী উৎসব ভাতা চালুর প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ওই প্রস্তাবটি প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর জন্যই প্রযোজ্য। কিন্তু উচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পৃথক একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বিদ্যমান আইনটি সংশোধন না হলে উচ্চ আদালতের বিচারপতিরা বিশেষ এ ভাতা (বৈশাখী ভাতা) থেকে বঞ্চিত হবেন। এ জন্যই বৈশাখী ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত করে আইনটি সংশোধন করার প্রস্তাব করা হয়েছে।
সচিব আরো বলেন, ‘প্রস্তাবটি আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে। সামনের বৈশাখ থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের মূল বেতনের শতকরা ২০ ভাগ বিশেষ ভাতা (বৈশাখী ভাতা) পাবেন।’