এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনাল
২৫০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মিছিল

এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জয় কামনা করে ফরিদপুরে ২৫০ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছেন শতাধিক সমর্থক।
শনিবার বিকেল ৫টায় ফরিদপুর শহরের ঝিলটুলী অনাথের মোড় এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও ওই স্থানে গিয়ে শেষ হয়।
শহরের বিভিন্ন সড়ক ঘুরে যাওয়ার সময় অনেকেই করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানায়।
জাতীয় পতাকা মিছিলের উদ্যোক্তাদের অন্যতম সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আবদুল মতিন জানান, ২৫০ ফুট দৈর্ঘ্যের এই জাতীয় পতাকা তৈরিতে সাড়ে সাত হাজার টাকা খরচ হয়েছে।