ফরিদপুরে বাসের চাপায় বাঁশ ব্যবসায়ী নিহত

ফরিদপুরে বাসচাপায় এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর কাজী (৩৫) রাজবাড়ী জেলার রঘুনাথপুর গ্রামের আকবর কাজীর ছেলে। ময়নাতদন্ত না করে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অসিম মণ্ডল জানান, আজ বিকেলে ওই রাস্তার পাশে জাহাঙ্গীর ট্রাকে বাঁশ বোঝাই করছিলেন। এ সময় ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে জাহাঙ্গীরকে চাপা দেয়।
এসআই বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করি এবং লাশটি উদ্ধার করি।’